বিডিসাফের মাসিক নিউজলেটার ‘সিস বাইট’ উন্মোচন
বাংলাদেশের আইসিটি খাতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরামের (বিডিসাফ) পক্ষ থেকে মাসিক নিউজলেটার ‘সিস বাইট’ এর প্রথম সংখ্যা উন্মোচন করা হয়েছে গত ১ সেপ্টেম্বর, ২০২৩। বিডিসাফ সভাপতি জোবাইর আল মাহমুদ হোছাইনের সভাপতিত্বে উক্ত উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।
এসময় নিউজলেটার সিস বাইটের সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম নিউজলেটার সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। চলমান সংখ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সমন্বয় করে সিস্টেম এডমিনিস্ট্রেশন এর অগ্রগতি কিভাবে সম্ভব, এ বিষয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ন ফিচার, সিটিও কর্ণার, জোকস, কবিতা সহ বিডিসাফের কর্মকান্ড তুলে ধরা হয় নিউজ লেটারটিতে। অনুষ্ঠানে বক্তারা নিউজলেটারটি বাংলাদেশে কর্মরত সিস্টেম এডমিনিস্ট্রেটরদের চলার পথের পাথেয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- NEWS YEAR2023