সিস্টেম অ্যাডমিন ডে উদযাপন করলো বিডিসাফ
সিস্টেম অ্যাডমিন দিবস উদযাপন
বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ) শুক্রবার (২৮ জুলাই) সিস্টেম অ্যাডমিন দিবস উদযাপন করেছে। সারা বিশ্বে জুলাই মাসের শেষ শুক্রবার আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার কর্মীদের কৃতজ্ঞতাস্বরূপ দিনটি পালন করা হয়।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য–‘আইটি সেক্টরের উৎকর্ষ সাধনে উদ্ভাবনের উদ্দীপনা’।
দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে বিডিসাফ। অনুষ্ঠানে ছিল প্যানেল ডিসকাশন ও তিনটি টেকনিক্যাল সেশন। এছাড়া উপস্থিত অতিথিরা কেক কেটে দিনটি উদযাপন করেন।
অনুস্থানে উপস্থিত ছিলেন–ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট’র সভাপতি এ.কে.এম.এ হামিদ ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক।
এ.কে.এম.এ হামিদ চতুর্থ শিপ্ল বিপ্লব সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিডিসাফের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এমদাদুল হক আইএসপিএবির সঙ্গে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের আমন্ত্রণ জানান।
প্যানেল ডিসকাশনে উপস্থিত ছিলেন–ফাইবার এট হোম এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম ব্রেইন স্টেশনের মিফতা উদ্দিন, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক টুটুল সিদ্দিক অর্ণব এবং বিডিসাফের আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ।
টেকনিক্যাল সেশনে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করা হয়। -বিজ্ঞপ্তি
- NEWS YEAR2023