আইডিইবি-তে সিস্টেম অ্যাডমিন ডে পালন করছে বিডিসাফ
আইটি খাতের উৎকর্ষ সাধনে উদ্ভাবনের উদ্দীপনায় সকলকে উজ্জীবিত করতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে সিস্টেম অ্যাডমিন ডে। প্রথা অনুযায়ী জুলাই মাসের শেষ শুক্রবার হিসেবে ২৭ জুলাই রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের ৫ম তলায় দিবসটি পালন করছে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ)। সংগঠনটির ব্যানারে দিনব্যাপী সেমিনার ও তিনটি কারিগরি সেশনে যুক্ত হয়েছেন প্রায় শতেক আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ও তথ্যপ্রযুক্তি, কম্পিউটার কর্মী।
কৃত্রিমবুদ্ধি মত্তা প্রযুক্তির সময়ে নেটওয়ার্কের সাইবার ঝুঁকি মোকাবেলার উপযোগী সিস্টেম অ্যাডমিনেস্ট্রেশন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব এবং কারিগরি কৌশল নিয়ে সকালে শুরু হয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা।
বিডিসাফ আহ্বায়ক জুবায়ের আল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আইডিইবি প্রেসিডেন্ট এ কে এম এ হামিদ, এপনিক কার্য নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির, ব্রেইন স্টেশন ২৩ এসবিইউ প্রধান মিফতাহ উদ্দিন এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বক্তব্য রাখেন।
এছাড়াও দিনের প্রথম কারিগরি সেসশনে পরবর্তী প্রজন্মের কম্পিউটিং এর ওপর হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন বিজেআইটি’র প্রশিক্ষক আমির হোসাইন, জিপি’র হেড অব ক্লাউড নেটওয়ার্কিং সিকিউরিটি রাসকিন পাল, বিকাশের প্রধান প্রকৌশলী এস এম দিদারুল আবেদীন এবং ওরাকল বাংলাদেশের জ্যেষ্ঠ ক্লাউড আর্কিটেক্ট আল ইমরান।
বিকেলে ব্লকচেইন এবং এআই কনভার্জিং এর ওপর আলোকপাত করবেন লিংক থ্রি সিটিও রাকিবুল হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাদেক ফেরদৌস এবং ব্রেইন স্টেশন ২৩ সিটিও মোহাম্মাদ মিজানুর রহমান।
আর সাইবার নিরাপত্তা নিয়ে দিনব্যাপী আয়োজনের শেষ সেমিনারে বিডিএসএএফ যুগ্ম আহ্বায়ক মুহিবুল মুক্তাদির তানিম, সি লেভেল বিজনেস আইটি বিশেষজ্ঞ শায়েরুল হক জোয়র্দার, ঢাকা ব্যাংক এর এভিপি মোহাম্মাদ আশফাকুর রহমান এবং বিজিডি ই-গভ সার্টের ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্ট রুবায়াত বিন মোদাছসের।
আয়োজন বিষয়ে বিডিসাফ-এর আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে ছোট-মাঝারি-বড় সব প্রতিষ্ঠানের আইটি ডিপার্টমেন্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা কাজ করে থাকে। প্রতি প্রতিষ্ঠানেই এই সংখ্যা ২ থেকে ২০০ জনের মধ্যে রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক, টেলিকম অপারেটর, গার্মেন্টস, এনজিও, আন্তর্জাতিক সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদের বিভিন্ন কার্যক্রম আইটির মাধ্যমেই নিয়ন্ত্রিত। তাদের নিয়েই এই বছরের উদযাপনে প্রযুক্তির অবকাঠামোগত অত্যাধুনিক বিভিন্ন ইস্যুর উপর টেকনিক্যাল সেশন ও প্রযুক্তিবিদদের মিলনমেলার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এই ইভেন্টে শতাধিক আইটি সেক্টরের বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করছে। দেশের দক্ষ ও অভিজ্ঞ প্রযুক্তিবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, নেক্সট জেনারেশন কম্পিউটিং এবং সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির বিবিধ বিষয়ের উপর সেশনভিক্তিক তাদের অন্তর্দৃষ্টি শেয়ার করছেন।
- NEWS YEAR2023